নিজামী-গোলাম আযমকে ‘দেশপ্রেমিক’ বলায় ছাত্রদল-শিবিরের হট্টগোল

Dec 14, 2025 - 16:54
 0  4
নিজামী-গোলাম আযমকে ‘দেশপ্রেমিক’ বলায় ছাত্রদল-শিবিরের হট্টগোল
ছবি : সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে 'দেশের সূর্য সন্তান ও দেশপ্রেমিক' বলা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এ ঘটনা ঘটে।

এদিনি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, ‘আলোচনার শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একইসঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে এ দেশের সূর্য সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আযমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশপ্রেমিক সকলকে।’

সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা। তারা অনুষ্ঠান বয়কট করলে একপর্যায়ে শুরু হয় হট্টগোল। বেশকিছু সময় শিবির নেতাদের সঙ্গে ছাত্রদল নেতাদের কথা কাটাকাটি হয়। মিলনায়তনের ভেতরে বিক্ষোভ করেন ছাত্রদল নেতাকর্মীরা।

ছাত্রদল কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবণ ছাত্রশিবির নেতার বক্তব্যর নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

শ্রাবণ বলেন, ‘এবার বিজয়ের মাস শুরু হয়েছে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে- এটা বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জার। আগামী দিনে ছাত্রশিবির আবারও এমন বক্তব্য ও শ্লোগান দিলে আমরা সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে দাঁতভাঙা জবাব দেব।’

এ প্রসঙ্গে কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, ‘অনুষ্ঠানটি ছিল বুদ্ধিজীবী দিবস নিয়ে। কিন্তু ছাত্রদল নেতা তার বক্তব্যের পুরোটাই জামায়াত শিবির নিয়ে মিথ্যাচার করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকার বিচারবহির্ভূত ও নিজস্ব আদালত তৈরি করে জামায়াতের যে সকল নেতাদের হত্যা করেছে সেসব নিয়ে মিথ্যাচার করেছেন। মৃতদের নিয়ে বিষোদগার করেছেন। তারা কল্পিতভাবে অনুষ্ঠানটি পণ্ড করার চেষ্টায় ছিলেন। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।’

কলেজে কর্তৃপক্ষ এ বিষয়ে বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow