নাটোরে শহীদ মাসুদ রানার দাফন সম্পন্ন
নাটোর প্রতিনিধি
সুদানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত শহীদ কর্পোরাল মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
জানাজা ও দাফনকালে সেনাবাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এ সময় এলাকাবাসীসহ হাজারো মানুষের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে, দুপুরে করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টার যোগে মাসুদ রানার মরদেহ আনা হয়। পরে সেখান থেকে তার গ্রামের বাড়িতে নেওয়া হলে স্বজন ও শোকাহত জনতার আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের মরদেহ শেষবারের মতো দেখতে শত শত মানুষ ভিড় করেন।
উল্লেখ্য, সুদানে গত ১৩ ডিসেম্বর তারিখে ড্রোন হামলায় শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে কর্পোরাল মাসুদ রানাসহ ৬ জন সেনাসদস্য প্রাণ হারান।
What's Your Reaction?

