স্বেচ্ছাসেবী সংগঠন সুবচন’র উদ্যোগে পাবনা কলেজে দিনব্যাপী আত্ম উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

Jul 29, 2025 - 18:59
 0  6
স্বেচ্ছাসেবী সংগঠন সুবচন’র উদ্যোগে পাবনা কলেজে দিনব্যাপী আত্ম উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

পাবনা প্রতিনিধি

আধুনিক শিক্ষা, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, শিক্ষা দানে নিজেকে যোগ্য শিক্ষক হিসেবে গড়ে তোলা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক  দিনব্যাপী এক কর্মশালা মঙ্গলবার পাবনা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘সুবচন’ নামে পাবনার একটি স্বেচ্ছাসেবী সংগঠন পাবনা কলেজের ব্যবস্থাপনায় এই কর্মশালার আয়োজন করে।

পাবনা কলেজের অধ্যক্ষ জু. হা. মোহাম্মদ আতিকুল্লাহ’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অত্র কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম বাবু। প্রধান আলোচক হিসেবে কর্মশালার সার্বিক দিক তুলে ধরে প্রজেক্টর প্রেজেন্টেশন উপস্থাপন করেন পাবনা সরকারি এডওয়ার্ড  কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাফিজ ইকবাল পিএইচডি। বিশেষ অতিথির বক্তব্য দেন সুবচন’র আহবায়ক ও পাবনা কলেজের উপাধ্যক্ষ মোঃ রাশেদ হোসেন ফারুক। 

দিনব্যাপি এই কর্মশালায় বক্তাদের বক্তব্য আর প্রধান আলোচকের প্রেজেন্টেশন  উপস্থিত শিক্ষকদের মাঝে নতুন কর্মাদ্দোম ফিরে পায়। তাদের দীক্ষার সীমাবদ্ধতায় অনেক অনেক নতুনত্বের সাথে তারা সম্পৃক্ত হতে পারবেন বলে অভিমত ব্যক্ত করেন। 

কর্মশালায় পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম বাবু উপস্থিত সকলকে আসন্ন এইচএসসি ভর্তি কৃত ছাত্রছাত্রীদের অতিরিক্ত যোগ্যতা নিয়ে অধিক যত্ম সহকারে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক আত্মনিয়োগ করতে আহ্বান জানান। 

অধ্যক্ষ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত শিক্ষকগনকে অভিনন্দন আর অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সুবচন’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ইয়াদ আলী মৃধা পাভেল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow