কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসী আটক
 
                                    মালয়েশিয়া প্রতিনিধি
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) জালান মসজিদ ইন্ডিয়ার আশেপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দেশটির সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হওয়া এক ঘন্টাব্যাপী অভিযানে মোট ৭৫৮ জন বিদেশীর কাগজপত্র তল্লাশি করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন অপরাধে আটক করা হয় মোট ১৭১ জনকে। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।
ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বসরি ওথমান জানান, পরিদর্শনের সময় এমন বিদেশি ছিলেন যারা আক্রমণাত্মক আচরণ করেছিলেন এবং কর্মকর্তাদের তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন। অভিযানের সময় তারা গ্রাহকের ছদ্মবেশে এবং প্রাঙ্গণের পেছন দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। বৃষ্টির মধ্যে অভিযান চালানো সত্ত্বেও অভিবাসন দল আইন লঙ্ঘনকারীদের আটক করতে সক্ষম হয়েছে।
জানা গেছে, অভিযানটি ১৪টি প্রাঙ্গণে কেন্দ্রীভূত ছিল যেখানে বিদেশীরা বৈধ কাগজপত্র এবং কাজের পাস ছাড়াই কর্মী নিয়োগ করছে বলে সন্দেহ করা হয়েছিল। আটকদের বেশিরভাগই ভারতীয় এবং বাংলাদেশি নাগরিক এবং বাকিরা ইন্দোনেশিয়ার। অভিযানের সময় শনাক্ত করা অপরাধের মধ্যে রয়েছে বৈধ ভ্রমণ নথি না থাকা, অতিরিক্ত সময় ধরে থাকা এবং কাজের পাস না থাকা।
বসরি ওথমান বলেন, আটকদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য সেলাঙ্গরের মিলেনিয়াম বেরানং অস্থায়ী ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ অভিবাসীদের চলমান পুলাং রহমাহ মাইগ্রান (পিআরএম)) প্রোগ্রামে স্বেচ্ছায় তাদের নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। জেআইএম বিদেশিদের জন্য একটি পিআরএম প্রোগ্রাম পরিচালনা করছে যাদের বৈধ পাস নেই এবং এই লোকেরা এই সুযোগটি কাজে লাগিয়ে মালয়েশিয়া ত্যাগ করতে পারে। অন্যথায় জেআইএম নিয়মিত অভিযান এবং পরিদর্শন চালিয়ে যাবে, বিশেষ করে যেসব এলাকায় বিদেশিদের বসবাস।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 



 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                             
                                             
                                             
                                             
                                             
                                            