সৎ ছেলে কর্তৃক প্রাণনাশের হুমকি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

Dec 12, 2025 - 16:05
 0  3
সৎ ছেলে কর্তৃক প্রাণনাশের হুমকি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ প্রতিনিধি

সৎ ছেলে কর্তৃক কুয়েত ফেরত প্রবাসী মায়ের জায়গাজমি জোর জরবদখলসহ হত্যার হুমকির প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন সৎ মা ছাফা মোহাম্মদ।

শুক্রবার বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌর মার্কেটের ২য় তলায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সৎ মা ছাফা মোহাম্মদ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান, তিনি দীর্ঘদিন কুয়েতে অবস্থান করার পর গত তিন মাস আগে বাংলাদেশে আসেন। দেশে আসার পর সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের ইকবালনগর সংলগ্ন বার্ড চক্ষু হাসপাতালের দক্ষিন পার্শ্বে ছাফা মোহাম্মদের নামীয় জমিতে থাকা বসতভিটাটি মেরামতের চেষ্ঠা করলে ছাফা মোহাম্মদের স্বামী মোঃ সুহেল আহমদ, তার ১ম স্ত্রীর সন্তান মোঃ খোকন মিয়া ও বাড়ির কেয়ারটেকার মিলে প্রবাসী মহিলাকে বাঁধা দেয় এবং তাকে ঐ জায়গা থেকে সরে যাওয়ার নির্দেশ প্রদান করেন অন্যথায় তাকে প্রাণে হত্যার হুমকি প্রদান করা হয়।

‎তিনি আরো উল্লেখ করে বলেন, গত ১০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে আমার নামীয় জমিতে বসতবাড়ি মেরামতের কাজ দেখাশুনা করতে গেলে আমার স্বামী ও সৎ ছেলে মিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরবর্তীতে আমাকে একটি সিএনজিতে করে তাদের বাসায় নিয়ে গিয়ে ৫/৬ ঘন্টা আমার উপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন  চালায়। এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাটিপেটা করে আমাকে মারাত্মকভাবে জখম করে। এ ঘটনায় কোন মামলা-মোকদ্দমা করিলে আমাকে প্রানে মারার হুমকিও দেয়া হয়। পরবর্তীতে তাদের বসতঘর থেকে আমার ভাইয়ের ছেলে তছকির আলী আমাকে উদ্ধার করে নিয়ে আসেন।

আমার স্বামী ও সৎ ছেলের হাত থেকে প্রানে বাচঁতে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করি। এরপর আরো ক্ষিপ্ত হয়ে তারা আমাকে প্রাণনাশের হুমকি প্রদানসহ আমার নামীয় জমি তাদের নামে দলিল করে দেয়ার কথা বলে। তাদের অত্যাচার ও হুমকি-ধমকির কারনে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি বলেন, আমার নামীয় ৯৫ শতক জায়গার মধ্যে ৩০ শতক জমি আমার সৎ ছেলেকে দিয়ে দেই। তারপরও সে নানা কৌশলে আরো ৩০ শতক জমি হাতিয়ে নিতে চায়। আমি তাকে জমি না দেয়ায় সে প্রতিনিয়িত আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমার জমি ও জীবনের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow