সিরাজগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীর গুরুতর অভিযোগ, সংবাদ সম্মেলনে বিয়ের দাবি
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল শেখের বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর বোন গত ৯ ডিসেম্বর রাতে ছাত্রদল নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
ছাত্রদল নেতাকে বিয়ের দাবিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ওই স্কুলছাত্রী। একই সঙ্গে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রেমিক জুয়েল বিয়ে না করলে সে আত্মহত্যা (সুইসাইড) করবে বলেও হুমকি দিয়েছে।
অভিযুক্ত ছাত্রদল নেতা জুয়েল শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর বেপারীপাড়া মহল্লার মো. মোয়াজ্জেল শেখের ছেলে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল শেখের সঙ্গে স্কুলছাত্রীর প্রায় ১১ মাস আগে ফেসবুকে পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে স্কুলছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন। পরবর্তীতে স্কুলছাত্রী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে ছাত্রদল নেতা জানান, তিনি দলীয় পদ পাওয়ার পরে বিয়ে করবেন।
ইতোমধ্যে তিনি দলীয় পদ পাওয়ার পর ওই মেয়েকে ডেকে এনে মোবাইলে ফোনের মেসেঞ্জারে দীর্ঘ ১১ মাসের কথোপকথনের সমস্ত তথ্য (ডকুমেন্টস) মুছে দেন এবং তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। নিরুপায় হয়ে মেয়েটি গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে ঘটনাটি তার পরিবারকে জানালে পরিবারের লোকজন স্কুলছাত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন এবং হুমকি দেন যে পুনরায় ছাত্রদল নেতার বাড়িতে গেলে স্কুলছাত্রীর জীবন শেষ করে দেওয়া হবে।
What's Your Reaction?

