শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের

Dec 12, 2025 - 17:16
 0  1
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের
ছবি : সংগৃহীত

তিন দিনের (লাল বলের) সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পর শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রথম দুই ম্যাচের পর সিরিজ ছিল ১-১ সমতায়। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

শুক্রবার (১২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলকে ৫ উইকেটে পরাজিত করেছে জুনিয়র টাইগাররা। এই জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। সফরকারী দল ৪৫.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৭৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দুইশ রানের নিচে গুটিয়ে যাওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন বাংলাদেশের বোলাররা।

শ্রীলঙ্কার পক্ষে সানুল বীরারত্নে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন আকাশ রায়, যিনি ১০ ওভারে ৩টি মেডেনসহ মাত্র ২১ রান খরচ করে একাই ৪টি উইকেট তুলে নেন। এছাড়া সিয়াম, মোহাম্মদ নুবায়েত আলম, এবং রাকিবুল একটি করে উইকেট ভাগ করে নেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১ রানেই ওপেনার মোহাম্মদ নাঈম গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন। এরপর শেখ জারিফ সিয়াম ও কাওসার আহমেদ মিলে শুরুর বিপর্যয় সামাল দেন। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ৬৮ রান যোগ করেন। কাওসার ৩০ রান করে আউট হলেও সিয়াম ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন। তবে ব্যক্তিগত ৫১ রানে সিয়াম ফিরে যাওয়ার পর রাকিবুলও শূন্য রানে বিদায় নিলে কিছুটা চাপ সৃষ্টি হয়।

১১৬ রানে ৪ উইকেট হারানোর পর হাল ধরেন আদ্রিতো ঘোষ। তিনি আকাশ রায়কে সঙ্গে নিয়ে ৫২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন এবং দলের জয়কে সুগম করেন। আদ্রিতো ব্যক্তিগত ৫৩ রান করে আউট হলেও, শেষ পর্যন্ত আকাশের ব্যাটে ভর করে ৩৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow