শহীদ ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আসন্ন বিপিএলের অফিশিয়াল জার্সি তাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজি দল রাজশাহী ওয়ারিয়র্স।
শনিবার (২০ ডিসেম্বর) দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের দিনে এক বিবৃতির মাধ্যমে এই বিশেষ উদ্যোগের কথা জানায় দলটি।
শরিফ ওসমান হাদির ত্যাগ ও অবদানকে সম্মান জানাতে কোনো আনুষ্ঠানিক জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজন না করারও সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কর্তৃপক্ষ। এর পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির অফিশিয়াল পেজে সরাসরি জার্সিটি প্রকাশ করা হবে।
রাজশাহী ওয়ারিয়র্স তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, এই জার্সি উৎসর্গ করা হয়েছে শহিদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে। তার স্মৃতি ও আদর্শকে ধারণ করেই মাঠের লড়াইয়ে নামবে উত্তরবঙ্গের এই প্রতিনিধিরা। ভক্ত-সমর্থকদের প্রবল আগ্রহের কথা বিবেচনা করে আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিশেষ জার্সিটি প্রকাশ্যে আনা হবে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, শরিফ ওসমান হাদি একজন ক্ষণজন্মা যোদ্ধা ছিলেন এবং তার প্রতি সম্মান প্রদর্শনকে তারা নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচেই দুপুর ২টায় স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনে সন্ধ্যা ৭টায় দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস।
সিলেট পর্ব শেষ করে টুর্নামেন্টটি চট্টগ্রাম ও ঢাকা ভেন্যুতে হবে। সব মিলিয়ে তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৩৪টি ম্যাচ। টুর্নামেন্টের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার হবে ১৯ জানুয়ারি এবং ২৩ জানুয়ারি গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এবারের আসরের।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
What's Your Reaction?

