অঙ্কুশ–মিমিসহ ভারতের একাধিক তারকার সম্পত্তি বাজেয়াপ্ত

Dec 20, 2025 - 15:16
 0  2
অঙ্কুশ–মিমিসহ ভারতের একাধিক তারকার সম্পত্তি বাজেয়াপ্ত
ছবি : সংগৃহীত

বেআইনি বেটিং অ্যাপ মামলায় ফের বড়সড় মোড়। একের পর এক তারকার নাম জড়িয়ে এবার কড়াকড়ি পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলায় টালিউডের জনপ্রিয় মুখ অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তীসহ একাধিক বলিউড ও ক্রিকেট তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। 

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, বেটিং অ্যাপ সংক্রান্ত এই মামলায় এখন পর্যন্ত মোট ৭ কোটি ৯৩ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের কাছ থেকে নেয়া হয়েছে প্রায় ২ কোটি ৫০ লাখ রুপি, রবিন উথাপ্পার কাছ থেকে ৮.২৬ লাখ রুপি, আর অভিনেত্রী ঊর্বশী রাউতেলার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ২ কোটি ২ লাখ টাকার সম্পত্তি।

এ তালিকায় রয়েছেন অভিনেত্রী নেহা শর্মা ও সমাজসেবক হিসেবে পরিচিত অভিনেতা সোনু সুদও। নেহা শর্মার কাছ থেকে ১ কোটি ২৬ লাখ রুপি এবং সোনু সুদের কাছ থেকে ১ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। টালিউডের দুই তারকা মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরার ক্ষেত্রেও নেয়া হয়েছে কড়া পদক্ষেপ। ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, মিমি চক্রবর্তীর কাছ থেকে ৫৯ লাখ রুপি এবং অঙ্কুশ হাজরার কাছ থেকে ৪৭.২০ লাখ রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ১xBet নামে একটি বেআইনি বেটিং অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে। তদন্তে নেমে একাধিক তারকার নাম সামনে আসে। প্রায় দুই মাস আগে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে।

উল্লেখ্য, এর আগেও এই মামলায় শিখর ধাওয়ানের কাছ থেকে ৪.৫ কোটি রুপি এবং সুরেশ রায়নার কাছ থেকে ৬ কোটি ৬৪ লাখ রুপির মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করা হয়েছিল। যদিও অভিযুক্ত প্রায় সব তারকাই দাবি করেছেন, তারা আর্থিক তছরুপ সম্পর্কে অবগত ছিলেন না; নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে প্রচারমূলক কাজে যুক্ত হয়েছিলেন মাত্র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow