সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে ২ বাংলাদেশি নিহত

Dec 19, 2025 - 16:30
 0  3
সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে ২ বাংলাদেশি নিহত
ফাইল ছবি

সিলেট প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জের দমদমা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি তরুণ।

শুক্রবার দুপুরে দমদমা ১২৬০ মেইন পিলারের ৪ নম্বর সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে। শুক্রবার স্থানীয় বিজিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলো দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাহিদ (২২)।

বিজিবির বরাত দিয়ে পুলিশ জানায়, খবর পেয়ে আশিকুরের মরহেদ তাঁর স্বজনরা উদ্ধার করে নিয়ে আসেন। আর মোশাহিদের লাশ উদ্ধার করে ‍পুলিশ।

দমদমা সীমান্ত কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার অংশজুড়ে অবস্থিত। যে এলাকায় দুজনকে গুলি করা হয়, সেটি কোম্পানীগঞ্জ সীমান্তের মধ্যে পড়ে। এর আগে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিহত আহাদ মিয়ার মরদেহ দুদিন পর গত বুধবার ফেরত দেয় বিএসএফ।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান সমকালকে জানান, দুই মরদেহ পুলিশ হেফাজতে আনা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow