সুনামগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালি ও আলোচনা সভা
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর ও পৌর যুবদলের আয়োজনে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মমিনুল হক কালাচানের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল রশিদ আমিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমেদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু।
এছাড়া উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট সাদিকুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুজন মাহমুদ, যুগ্ন আহবায়ক উজ্জল মিয়া প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির সহযোগি সংগঠন হিসেবে যুবদলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন সংকটময় সময়ে অবদান রেখেছেন। কাজেই আগামীতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনে সুনামগঞ্জ জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবদলের প্রতিটি নেতাকর্মীরা প্রস্তুত বলে তারা উল্লেখ করেন।
What's Your Reaction?

