হবিগঞ্জে গ্রেপ্তার বৈষম্যবিরোধী নেতার মুক্তির দাবিতে ১ ঘণ্টার আল্টিমেটাম

Jan 3, 2026 - 18:07
 0  2
হবিগঞ্জে গ্রেপ্তার বৈষম্যবিরোধী নেতার মুক্তির দাবিতে ১ ঘণ্টার আল্টিমেটাম
ছবি : সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে হুঁশিয়ারি দিয়েছে সংগঠন। শনিবার (৩ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

পোস্টে বলা হয়েছে, 'জুলাইযোদ্ধা মাহদী হাসানকে ১ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।'

উল্লেখ করা হয়েছে, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন মাহদী হাসানের গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছেন। পুলিশ সুপার জানিয়েছেন, শায়েস্তাগঞ্জ থানার ওসিকে হুমকি দেওয়ার অভিযোগ, নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা এবং অন্যান্য অযৌক্তিক কারণ দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পোস্টে আরও দাবি করা হয়েছে, 'মাহদী হাসানের অযৌক্তিক গ্রেপ্তারের দায়ে পুলিশ সুপার ও শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।'

মাহদী হাসানকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় ওসিকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে মাহদীর বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow