মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
পাবনা প্রতিনিধি
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে অংশ নেয়া আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম প্রামাণিক এবং সাঁথিয়া পৌর শ্রমিক লীগের সভাপতি শাহীন হোসেন।
তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, পাবনার সাঁথিয়া ও বেড়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র যাচাইবাছাই কার্যক্রমে অংশগ্রহণ শেষে বের হওয়ার পরই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
What's Your Reaction?

