পাবনার বেড়া উপজেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক

Sep 14, 2025 - 00:57
 0  3
পাবনার বেড়া উপজেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক
প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি

পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলার বেড়া উপজেলায় আগামীকাল রোববার সকাল সন্ধ্যা হরতাল এবং সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে সর্বদলীয় সংগ্রাম কমিটি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বেড়া উপজেলা সদরের সান্যালপাড়া সর্বদলীয় সংগ্রাম কমিটির অস্থায়ী কার্যালয়ে আলহাজ ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে পাবনা-১ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় রোববার বেড়া উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়।

সভায় বলা হয়, পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহাল না হলে বেড়া উপজেলার ওপর দিয়ে সকল স্থানে যান চলাচল বন্ধ করা হবে। বেড়ার সকল নদীবন্দর বন্ধ করে সবকিছু অচল করে দেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকছেদ আলী, পৌর বিএনপির সাবেক সহসভাপতি সাজেদুল ইসলাম দিপু, বানিক সমিতির প্রতিনিধি নজরুল ইসলাম, রিকশা-ভ্যান সমিতির সাধারণ সম্পাদক, মঈন উদ্দিন খাজা, চতুহাট বানিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন মোল্লাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow