আত্রাইয়ে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

Dec 10, 2024 - 00:01
 0  8
আত্রাইয়ে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
ছবি : যমুনা টাইমস

নওগাঁর আত্রাইয়ে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার খাদ্য বিভাগের উদ্যোগে খাদ্যগুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা খাদ্য বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে আত্রাই উপজেলায় চুক্তিবদ্ধ ১২ জন মিলারের কাছ থেকে প্রতি কেজি সেদ্ধ চাল ৪৭ টাকা দরে ২২১.৮০০ মেট্রিক টন সংগ্রহ করা হবে। পাশাপাশি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৩ টাকা দরে ৪৯১,০০০ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা নিবাহী অফিসার মোঃ কামাল হোসেন ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, উপজেলা কৃষি অফিসার অভিজিৎ তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর মোঃ সোহেল রানা, আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি) মোঃ সাহাবুদ্দিন, ইউনাইটেড প্রেসক্লাব আত্রাই সভাপতি সাংবাদিক একেএম কামাল উদ্দিন টগর, খাদ্য পরিদশক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আত্রাই এল এসডি, উত্তম কুমার সরকার ও উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি, চালকল মালিকগন উপস্থিত ছিলেন।

এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় কৃষক ও মিলারদের উপকৃত হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow