লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

Sep 14, 2025 - 01:17
 0  5
লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই
ফাইল ছবি

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল লালন সম্রাজ্ঞী খ্যাত এই সংগীতশিল্পীকে। সেই সঙ্গে তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

গত কয়েক মাস ধরে শ্বাসকষ্ট, কিডনি ও ফুসফুসের নানা জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। চলতি বছরের জুলাইয়েও গুরুতর শ্বাসকষ্টের কারণে আইসিইউতে ভর্তি হতে হয়েছিল তাকে।

ক্যারিয়ারের শুরুতে দেশাত্মবোধক গান গেয়ে পরিচিতি পেলেও লালনসংগীতই ফরিদা পারভীনকে প্রকৃত খ্যাতি দিয়েছে। তার কণ্ঠে ‘অচিন পাখি’, ‘মিলন হবে কত দিনে’সহ অসংখ্য লালনগীতি আজও বাঙালির হৃদয়ে অমলিন।

সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৭৮ সালে একুশে পদক পান ফরিদা পারভীন। এছাড়া ২০০৮ সালে জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচারাল’ পুরস্কারও লাভ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow