সেলফির বিনিময়ে তরুণীকে চুম্বন করলেন উদিত নারায়ণ
বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণকে কাছে পেলেই ছবি তোলার আবদার করেন ভক্তরা। গায়কও ফিরিয়ে দেন না। উল্টো নিজেও মাঝে মাঝে ফিরতি উপহার হিসেবে চুম্বন এঁকে দেন অনুরাগীদের। বিপত্তিটা বাঁধল সেখানেই। সেলফির বিনিময়য়ে তরুণীর ঠোঁটে ঠোট রেখে চুম্বন করলেন উদিত।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে। সেখানেই এরকম কাণ্ড করতে দেখা গেছে গায়ককে। এরইমধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটি।
ওই ভিডিওতে দেখা গেছে, মঞ্চে গাইছেন উদিত। নিচে এক ভক্ত সেলফির আবদার করতেই হাঁটু মুড়ে বসেন গায়ক। সেলফিবন্দির পাশাপাশি ওই নারীর গালে চুমু দেন। এভাবে তিন নারীর সঙ্গে একই আচরণ করেন গায়ক।
এরপর নিরাপত্তারক্ষীকে ইশারায় বলেন অন্য এক তরুণীকে কাছে আসতে দিতে। সেই তরুণী মঞ্চের মোবাইল নিয়ে উপস্থিত হতেই উদিত তার ঘাড় জড়িয়ে ধরে ছবি তুললেন। তারপর ওই তরুণীই চুম্বন করেন উদিতের গালে। উত্তরে উদিত গুঁজে দেন তাঁর ঠোঁট তরুণীর ঠোঁটে। তরুণী অবাক হয়ে চিৎকার করে ওঠেন।
ভিডিওটি ওখানেই শেষ হওয়ায় তরুণীর প্রতিক্রিয়া বোঝা যায়নি। তবে এমন আচরণ করতে দেখে উদিতের ওপর চটেছেন নেটিজেনরা। কেউ মনে করছেন ইচ্ছা করে কাজটি করেছেন গায়ক। আবার কারও সন্দেহ ভিডিওটি এআই দিয়ে করা। তবে এ ব্যাপারে উদিতের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
What's Your Reaction?