হাদি হত্যার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

Dec 19, 2025 - 16:34
 0  2
হাদি হত্যার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
ছবি : সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় যান চলাচল বন্ধ থাকে।

এ সময় অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহনে আটকে পড়েন শত শত যাত্রী। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আন্দোলনকারীরা মহাসড়কের দুইটি লেন বন্ধ করে দিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, অবিলম্বে দোষীদের আইনের আওতায় না আনা হলে আন্দোলন আরও কঠোর হবে।

প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow