পাচার হওয়া ২৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারতীয় পুলিশ

Dec 18, 2025 - 16:40
 0  3
পাচার হওয়া ২৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারতীয় পুলিশ
ছবি : সংগৃহীত

যশোর প্রতিনিধি

ভারতে পাচার হওয়া ২৪ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। ফেরত আসাদের মধ্যে ১২ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ইমিগ্রেশন সূত্র জানায়, ফেরত আসা এসব বাংলাদেশিরা খুলনা, বাগেরহাট, নড়াইল, রাজশাহী, নোয়াখালী, গোপালগঞ্জ, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ভালো কাজের আশায় প্রায় আড়াই বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের মুম্বাই শহরে যান। সেখানে বিভিন্ন স্থানে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সে দেশের আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দেন। সাজা ভোগ শেষে ভারতের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) তাদের দায়িত্ব নিয়ে শেল্টারহোমে রাখে।

তিনি আরও জানান, পরবর্তীতে উভয় দেশের দূতাবাসের সহযোগিতা এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ফেরতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে মানবাধিকার ও পুনর্বাসনমূলক কার্যক্রমে যুক্ত এনজিও সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের দায়িত্ব গ্রহণ করে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, বেনাপোল পোর্ট থানা থেকে ফেরত আসা বাংলাদেশিদের আমরা গ্রহণ করেছি। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রাথমিক সহায়তা শেষে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্টরা জানান, মানবপাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা এবং দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে ফেরত আসা ব্যক্তিদের সামাজিক পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow