কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু
কুড়িগ্রাম প্রতিনিধি
উত্তরাঞ্চলের কুড়িগ্রামে ৩ দিনব্যাপী বিশাল ধর্মীয় ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) যোহরের নামাজের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উত্তরাঞ্চলের সর্ববৃহৎ মিনি ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে কুড়িগ্রাম সদরের ধরলা সেতুর পূর্বপাড় সংলগ্ন ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামীয়া ময়দানে। এবং ইজতেমার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটি, কুড়িগ্রাম জেলা শাখা।
ইজতেমা উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে মুখর হয়ে উঠেছে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা।
আয়োজক সূত্র জানায়, আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) পর্যন্ত ইজতেমার মূল কার্যক্রম চলবে। ইজতেমায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরুল মুজাহিদ্বীন আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নায়েবে আমির মুজাহিদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, শায়েখে চরমোনাই।
তিন দিনব্যাপী এ ইজতেমায় দেশবরেণ্য আলেম-ওলামারা ইসলামের মৌলিক শিক্ষা, আত্মশুদ্ধি ও দ্বীনি জীবন ব্যবস্থা নিয়ে বয়ান প্রদান করবেন।
এদিকে, ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থা। মুসল্লিদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, চিকিৎসা সেবা এবং শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রয়েছে।
ইজতেমার শেষ দিন আগামী ২১ ডিসেম্বর (রবিবার) ফজরের নামাজের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
What's Your Reaction?

