চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবন ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার

Dec 19, 2025 - 16:12
 0  2
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবন ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মোতায়েন রয়েছে সেনাবাহিনী, এপিবিএন, পুলিশ ও ডিবি।

যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে গতরাতে সহকারী হাই কমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ হয়।

এক পর্যায়ে কয়েকজন ইটপাটকেল ছুঁড়ে। এ সময় দ্রুত ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এ ঘটনায় জড়িত ১০ জনকে আটক করেছে পুলিশ। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow