বগুড়ায় ককটেল বিস্ফোরণ, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক
বগুড়া প্রতিনিধি
বগুড়ার ধুনট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘ডাইম ভবন’ নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এই বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ডাইম ভবনের নীচতলায় কমপক্ষে ১০টি দোকানে বেচাকেনা করছিলেন ব্যবসায়ীরা। এ অবস্থায় দুপুর সোয়া ১২টায় ভবনের দ্বিতীয় তলায় নির্মাণাধীন একটি দোকানঘরের ভেতর কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। হঠাৎ করে বিকট শব্দে নীচতলার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত দ্বিতীয় তলায় গিয়ে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হন। সংবাদ পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ককটেলের আলামত জব্দ করা হয়েছে। ওই ভবনের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। পুলিশের একটি টিম বিষয়টি নিয়ে কাজ করছেন।
What's Your Reaction?

