হারল্যান পন্য কিনে স্ক্রুটি পেলেন সিরাজগঞ্জের সাবিনা

সিরাজগঞ্জ প্রতিনিধি
হারল্যান শো-রুম থেকে ১ হাজার টাকার কসমেটিক কিনে ক্র্যাস কার্ড ঘষে স্ক্রুটি উপহার পেলেন সিরাজগঞ্জের সাবিনা।
রবিবার দুপুর ২ টার দিকে এস এস রোডস্থ হারল্যান শো-রুম থেকে সাবিনা খাতুনকে ক্রুটি টি তুলে দেন চিত্রনায়ক ইমন, অভিনেত্রী সালহা খানম নাদিয়া ও চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
চিত্রনায়ক ইমন বলেন, বাজারে নকল ও ভ্যাজাল পন্যে ব্যবহার করার কারনে স্কিনে বিভিন্ন ধরনের রোগ হয়। সেই কারনে ভ্যাজাল পন্য বর্জন করতে হবে। সেই সাথে হারল্যান কোম্পানির হালাল কসমেটিকস ব্যবহার করবেন। রমজান মাস জুড়ে শুধু স্ক্রুটি নয়, লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেবে হারল্যান।
এসময় উপস্থিত ছিলেন, হারল্যান হেড অফ সেলস রনি, ডিভিশনাল সেলস ম্যানেজার অগ্নি বরন ঘোস, এরিয়া ম্যানেজার পলাশ কুমার শাহা প্রমুখ।
What's Your Reaction?






