এক দফায় কমানোর পর আবারও বাড়ল স্বর্ণের দাম

Nov 2, 2025 - 00:16
 0  3
এক দফায় কমানোর পর আবারও বাড়ল স্বর্ণের দাম
ছবি : সংগৃহীত

এক দফায় কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা।

শনিবার (১ নভেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। ফলে আজ রোববার (২ নভেম্বর) থেকে নতুন দরে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলবে।

এর আগে সবশেষ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা কমিয়েছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৯৬ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।

সবমিলিয়ে চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে মোট ৭৩ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ৫০ বারই দাম বাড়ানো হয়েছে। দাম কমেছে মাত্র ২৩ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়। এছাড়া গত বছর ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow