গাজীপুরে একতা টাওয়ারে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

Nov 2, 2025 - 00:11
 0  3
গাজীপুরে একতা টাওয়ারে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ীতে একতা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) বিকেল ৫ টার সময় মহানগরীর কোনাবাড়ী আমবাগ রোডে একতা টাওয়ারে নিচতলায় টেস্টি টং ফাস্টফুডের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায় আজকে মার্কেট সাপ্তাহিক বন্ধ ছিলো। বিকেল ৫ টার দিকে হঠাৎ একতা টাওয়ারে নিচতলায় একটি ফাস্টফুডের দোকানে ধোয়া দেখতে পায়। পরে ফায়ার সার্বিসকে খবর দিলে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভিতরে প্রচুর ধোয়া থাকায় আগুন নেভাতে বেক পেতে হয়েছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow