মেঘনায় ঝড়ের কবলে ‘বোগদাদিয়া-৭’, চরে আটকা ২০০ যাত্রী

Nov 2, 2025 - 00:07
 0  2
মেঘনায় ঝড়ের কবলে ‘বোগদাদিয়া-৭’, চরে আটকা ২০০ যাত্রী
ছবি : সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ ‘বোগদাদিয়া-৭’ ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীর চরে আটকা পড়েছে। লঞ্চটিতে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

শনিবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে চাঁদপুর লঞ্চঘাট থেকে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, লঞ্চটি মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে নদীর এক চরে আটকে যায়।

চাঁদপুর বিআইডব্লিউটিএ-এর পরিচালক বাবুলাল বৈদ্য জানান, সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে লঞ্চটি চরে আটকা পড়ে। ইমাম হাসান-৫ নামে আরেকটি যাত্রীবাহী লঞ্চের মাধ্যমে আটকে পড়া যাত্রীদের মধ্যে কিছু যাত্রীকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, অবশিষ্ট যাত্রীদের উদ্ধারের জন্য ‘বোগদাদিয়া-৮’ নামে আরেকটি লঞ্চ ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow