বিএনপির কাছে নতি স্বীকার করে ওয়াদা ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা : ডা. তাহের
বিএনপির কাছে নতি স্বীকার করে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া থেকে সরে এসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওয়াদা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামীর নায়েব আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, প্রধান উপদেষ্টার বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে একটি বিশেষ দলের কাছে আনুগত্য প্রদর্শনের চিত্র ফুটে উঠেছে।
শনিবার (০১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এসব মন্তব্য করেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, লন্ডন সফরে গিয়ে তারেক রহমানের সঙ্গে অসম চুক্তি, বিএনপির চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা তারই উদাহরণ। বিশেষ করে উপদেষ্টা পরিষদের গৃহীত আরপিও৷ যাতে বিএনপি দ্বিমত করায় পুনবিবেনরা নামে তাদের কাছে আনুগত্য প্রকাশ করেছে। আরপিও নিয়ে পূর্বের সিদ্ধান্তে ফিরে না আসলে রাজপথে এর প্রতিবাদ জানাবে জামায়াতে ইসলামী।
তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে পরিস্থিতি সৃষ্টি করেছে, তা অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের আগে এমন পরিস্থিতি সংকট সৃষ্টি করবে এবং নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অশুভ এই চক্র ও ষড়যন্ত্রের কাছে প্রধান উপদেষ্টার নতি স্বীকার কোনোভাবে কাম্য নয়। এছাড়া সনদের আইনি ভিত্তি দেয়া থেকে পিছিয়ে যাওয়াও জাতি মেনে নেবে না। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারকাজ থেকে সরে আসা ওয়াদা ভঙ্গের শামিল। প্রত্যাশা করেন ড. ইউনুস সংস্কার বাস্তবায়নে যথাযথ ভূমিকা পালন করবেন।
What's Your Reaction?

