রাষ্ট্রপতির থেকে সার্টিফিকেট নেয়ার চাইতে বিষ খেয়ে মরে যাওয়া ভালো : হাসনাত

Nov 2, 2025 - 00:02
 0  3
রাষ্ট্রপতির থেকে সার্টিফিকেট নেয়ার চাইতে বিষ খেয়ে মরে যাওয়া ভালো : হাসনাত
ছবি : সংগৃহীত

‘জুলাইয়ের সার্টিফিকেট যদি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে নিতে হয়, তাহলে আমাদের বিষ খেয়ে মরে যাওয়া ভালো’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘২৪-পরবর্তী সংস্কারের পক্ষে যে দল থাকবে, এনসিপি তাদের সঙ্গেই আগামী নির্বাচনে জোট গঠন করবে। যারা সত্যিকারের সংস্কারের পক্ষে কাজ করবে, তাদের সঙ্গে আমরা একত্রে নির্বাচন করতে পারি। তবে আগে দেখতে হবে, তারা সত্যিই সংস্কারের পক্ষে আছে কি না।’

তিনি আরও বলেন, ‘আজকের এ সমন্বয় সভার মূল লক্ষ্য হলো জেলা পর্যায়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং বেশি সংখ্যক জনশক্তিকে দলীয় কাজে সম্পৃক্ত করা। সংগঠনকে জনগণের আন্দোলন ও প্রত্যাশার সঙ্গে যুক্ত করাই আমাদের অঙ্গীকার।’

সভায় নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়, যাতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয় এবং মাঠ পর্যায়ে দলের উপস্থিতি জোরদার করা যায়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুল ইসলাম তুহিনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলার প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম মুসা।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপিকে শক্তিশালী সাংগঠনিক কাঠামোর ওপর দাঁড় করানো জরুরি। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ে কার্যকর কমিটি গঠন, কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক ঐক্য রক্ষার কোনো বিকল্প নেই।

তারা বলেন, এনসিপি জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে বাস্তবমুখী সংস্কার আন্দোলনের পক্ষে কাজ করছে। ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে দলীয় ঐক্য বজায় রেখে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।

সভায় জেলা পর্যায়ের কয়েকশ নেতা-কর্মীর উপস্থিতিতে আলোচনা পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক মিলন মেলায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow