নির্বাচন আসলেই একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় : সালাহউদ্দিন আহমদ
নির্বাচন আসলেই একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। যারা ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায় তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে বলেও জানান তিনি। শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাসেমী পরিষদের আয়োজনে মহাসম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা জাতীর মধ্যে বিভক্তি তৈরি করতে চায়। যারা মুসলিমদের বিভ্রান্ত করে ক্ষতি করতে চায় তাদের কাছ থেকে দেশবাসীকে সর্তক থাকতে হবে।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশে ইসলামবিদ্বেষী, আলেমবিদ্বেষী রাজনীতি করেছে। তারা মুসলিমবিদ্বেষী সরকার ছিল। আওয়ামী লীগের রাজনীতি এ দেশের মানুষ দেখেছে। তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য ইসলামবিদ্বেষী রাজনীতি, আলেম নির্যাতনের রাজনীতি, আলেমবিদ্বেষী রাজনীতি, মুসলিমবিদ্বেষী রাজনীতি করেছে।’
জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে আজমতে সাহাবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির আল হাবিবসহ হেফাজতে ইসলাম ও বিএনপির নেতা-কর্মীরা।
What's Your Reaction?

