ফুলগাজীতে গাছের গোড়া থেকে দুটি গ্রেনেড উদ্ধার

ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে অবিস্ফোরিত দুটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের একটি গাছের গোড়ায় গ্রেনেড দুটি পাওয়া যায়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় কৃষক মামুন দক্ষিণ ধর্মপুর ২ নম্বর ওয়ার্ডে মাঠে গরু চরাতে যান। এ সময় ওই এলাকার সুজামিয়া প্রধানের বাড়ির দক্ষিণ-পূর্ব পাশে গাছের গোড়ায় দুটি গ্রেনেড দেখতে পান।
এতে আতঙ্কিত হয়ে তিনি এ খবর স্থানীয়দের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে এবং গ্রেনেড উদ্ধারের জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। পুলিশের ধারণা, গ্রেনেড দুটি বহু পুরনো। দীর্ঘদিন ধরে মাটির নিচে পুঁতে রাখা ছিল।
সাম্প্রতিক বৃষ্টি ও বন্যার কারণে ওপরের মাটি সরে গিয়ে গ্রেনেড দুটি দৃশ্যমান হয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে যাই। তবে বোম ডিসপোজাল টিম ছাড়া এই মুহূর্তে গ্রেনেড দুটি সম্পর্কে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। টিমকে খবর দেওয়া হয়েছে।
তারা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
What's Your Reaction?






