কক্সবাজারে মার্কিন নারীর শ্লীলতাহানি, যুবক আটক

Mar 10, 2025 - 20:12
 0  2
কক্সবাজারে মার্কিন নারীর শ্লীলতাহানি, যুবক আটক
ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত মার্কিন এক নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের শহীদ সরণীর কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় গ্রেপ্তার তারেকুর রহমান প্রকাশ সোইল্যা তারেক (৩০) কক্সবাজার শহরের মোহাজের পাড়া মোহাম্মদ ফরিদের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার সাইফউদ্দিন শাহীন।

তিনি জানান, ইউএন ওম্যান সংস্থায় কর্মরত মার্কিন এক নারী ও সহকর্মীকে সঙ্গে নিয়ে সোমবার সকাল ১০টার দিকে শহরের হেঁটে যাচ্ছিলেন। এ সময় এক যুবক গতিরোধ করে ওই মার্কিন নারীকে জাপটে ধরেন; একইসঙ্গে তার শরীরের বিভিন্ন অংশ হাত দিয়ে শ্লীলতাহানি করেন।

বিষয়টি পরবর্তীতে তিনি পুলিশকে জানান। বিকেল ৪টার দিকে শহরের ঝাউতলা থেকে অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow