ইংরেজি নববর্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা বার্তা

Dec 31, 2025 - 17:20
 0  3
ইংরেজি নববর্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা বার্তা
ছবি : সংগৃহীত

ইংরেজির নতুন বছরের সূচনায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সবার উদ্দেশে অগ্রীম শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে করা এক পোস্টে এ শুভেচ্ছা বার্তা দেন তিনি।

পোস্টে জামায়াত আমির লেখেন, ‘আগামীকাল থেকে ঈসায়ী আরেকটি বছরের সূচনা হতে যাচ্ছে। এ বছরটি প্রিয় দেশ, দেশবাসী এবং বিশ্ববাসীর জন্য সামগ্রিকভাবে মহান রবের কল্যাণের বাহন হোক। মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের দরবারে বিগলিত চিত্তে সেই দোয়াই করি।’

তিনি লেখেন, ‘নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তে আমাদের সামান্য সচেতনতা অনেক বড় উপকার বয়ে আনতে পারে। আতশবাজির উচ্চ শব্দে পাখি ও পোষা প্রাণীরা ভীত ও ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে এ শব্দ বয়স্ক মানুষ, অসুস্থ রোগী ও শিশুদের জন্য অস্বস্তি ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। ফানুস ব্যবহারে অগ্নিকাণ্ডের আশঙ্কাও থাকে।’

পোস্টে তিনি, সবাইকে পূর্ণ সচেতনতা ও সুস্থতা বজায় রেখে মানুষ ও প্রাণীর নিরাপত্তা, পরিবেশের ভারসাম্য এবং সামাজিক দায়িত্ববোধকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যকর, শান্ত ও দায়িত্বশীলভাবে নতুন বছরকে বরণ করে নেয়ার আহ্বানও জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow