বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজারে পর্যটকদের ভিড়
কক্সবাজার প্রতিনিধি
বিদায়ী বছরের শেষ দিনের সূর্যাস্ত দেখতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয়রা। বুধবার (৩১ ডিসেম্বর) সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের বুকে ডুবে যাচ্ছিলো সেসময় অনেকেই হাত নেড়ে বিদায় জানান পুরনো বছরকে।
নতুন বছরে পুরনো দিনের গ্লানি ও হতাশা মুছে গিয়ে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক জীবন—এমন প্রত্যাশাই ছিল সমবেত মানুষের কণ্ঠে।
দিনভর সৈকতে গোসল, বিকেলে সূর্যাস্ত উপভোগ এবং জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে সময় কাটিয়েছেন পর্যটকরা। তবে বর্ষবিদায় উপলক্ষে আজ রাতে সমুদ্র সৈকতসহ কোনো উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজন না করতে কঠোর বিধিনিষেধ জারি করেছে পুলিশ।
এদিকে, গতকাল (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবরে সারা দেশের মতো কক্সবাজারেও শোকের আবহ বিরাজ করছে। এ প্রেক্ষাপটে কয়েকটি তারকা হোটেল তাদের ইংরেজি নববর্ষ বরণের অনুষ্ঠান স্থগিত করেছে।
বর্তমানে কক্সবাজার শহরের পাঁচ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্টহাউস ও কটেজের মোট কক্ষের অর্ধেকের বেশি পর্যটকে ভরা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?

