হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর ঘটনায় কুড়িগ্রামে ৫ যুবক আটক

Dec 31, 2025 - 19:04
 0  3
হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর ঘটনায় কুড়িগ্রামে ৫ যুবক আটক
ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা শহরে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর ঘটনায় ৫ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনিবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জেলা শহরের কলেজ মোড় এলাকায় একাধিক স্থানে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো হয়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে খলিলগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় রংপুরগামী একটি মিনিবাসের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এসময় বাসে থাকা ৫ যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) ও মাহমুদুর রহমান (২৫)। তাদের বাড়ি যথাক্রমে যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, জাবের আল রাফিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সাকিবুল হাসান ও শামীম হোসেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একই বিভাগের শিক্ষার্থী। এছাড়া ফাহমিদ হাসান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ এবং মাহমুদুর রহমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর শিক্ষার্থী।

ডিবি পুলিশ জানায়, পোস্টার সাঁটানোর স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আটককৃত যুবকদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তারা ঢাকা থেকে কুড়িগ্রামে এসে হিযবুত তাহরীরের প্রচারণামূলক পোস্টার সাঁটাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন।

এদিকে, আটকের পরপরই পুলিশ শহরের বিভিন্ন স্থানে সাঁটানো নিষিদ্ধ সংগঠনের পোস্টার সরিয়ে ফেলে।

এ বিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) খন্দকার ফজলে রাব্বি বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর অভিযোগে ৫ যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছেন। আরও জিজ্ঞাসাবাদ চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow