চীনে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Dec 31, 2025 - 17:28
 0  2
চীনে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে সুদূর চীনেও শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে দেশটির শেনজেন শহরের কেন্দ্রীয় মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর চায়না বিএনপির উদ্যোগে আয়োজিত এই জানাজায় দলমত নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

শেনজেন শহরের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত এই গায়েবানা জানাজায় ইমামতি করেন হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজির (শেনজেন) অধ্যাপক ও প্রবাসী বাংলাদেশি ড. মাহবুব আলম। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ প্রবাসী বাংলাদেশিরাও শরিক হন।

জানাজা শেষে খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন– বৃহত্তর চায়না বিএনপি নেতা শেখ মাহবুবুর রশীদ, সাবেক ছাত্রনেতা ও চায়না বিএনপি নেতা ওয়ালী উল্লাহ, বিএনপি নেতা হাসমত আলী মৃধা, সাবেক ছাত্রনেতা ও চায়না বিএনপি নেতা এসএম আল-আমিন, সালাউদ্দিন রিক্তা এবং মনিরুল ইসলাম কবির প্রমুখ।

আলোচনা সভা শেষে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow