মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৮

Feb 5, 2025 - 22:43
 0  2
মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৮
ছবি : সংগৃহীত

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে একজন বাংলাদেশিসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৫ ফেব্রুয়ারি) জোহর বাহরু রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

ইমিগ্রেশন বিভাগ জানায়, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজ্যের কাম্পুং মাজিদি এবং তামান আবাদ এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে বাংলাদেশিসহ ১৮ জন ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিরিয়ার চারজন করে নাগরিক এবং বাংলাদেশ ও পাকিস্তানের দুইজন নাগরিক রয়েছেন। যাদের বয়স ৪০ থেকে ৬৯ বছরের মধ্যে।

রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রুসদি বলেন, জনসাধারণের সহানুভূতি অর্জনের জন্য ভিক্ষুকরা তাদের শরীরের বিকৃতি প্রদর্শন করে। ভিক্ষুকরা প্রতিদিন গড়ে ৬০০ রিঙ্গিত পর্যন্ত আয় করে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে তাদের রাজ্যের সেতিয়া ট্রপিকার ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow