সৌদির জেদ্দায় বাংলাদেশ কন্সুলেট জেনারেলের উদ্যোগে প্রবাসী ব্যবসায়ীদের নিয়ে সেমিনার

Feb 26, 2025 - 17:27
 0  10
সৌদির জেদ্দায় বাংলাদেশ কন্সুলেট জেনারেলের উদ্যোগে প্রবাসী ব্যবসায়ীদের নিয়ে সেমিনার
ছবি : সংগৃহীত

বাংলাদেশ কন্সুলেট জেনারেল জেদ্দা সৌদি আরবের উদ্যোগে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সঙ্গে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে "সৌদি আরবের ভিশন ২০৩০: বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা" শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারের উদ্দেশ্য বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, দেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ আকর্ষণ করা।

সন্ধ্যায় সৌদি আরবে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসী পেশাজীবীগণের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রবাসী পেশাজীবীগণের দক্ষতা বৃদ্ধি, বাংলাদেশ হতে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি রপ্তানি, বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের বিষয়ে সভায় আলোচনা করা হয়।

রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবং সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির। সঞ্চালনা করেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow