২০২৫ সালের আগস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৯ তম আটলান্টা ফোবানা

জুয়েল সাদত
আগামী ২০২৫ সালের আগস্ট মাসের ২৯, ৩০ ও ৩১ তারিখ আটলান্টার গেস্ট সাউথ এরিনা কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে যাচ্ছে ৩৯ তম আটলান্টা ফোবানা।
দি ওয়েস্টিন গুইনেটের হোটেল জুড়ে ফোবানার বিশাল আয়োজনের প্রস্তুুতি শুরু হয়েছে। হোস্ট কমিটি তৈরীর পাশাপাশি আয়োজক বাংলাধারা নানান শহরে গণসংযোগ শুরু করেছেন। ডিসেম্বর এর শেষ সপ্তাহ ঢাকায় অনুষ্ঠিত এন বি আর সম্মেলনে আটলান্টা ফোবানার একটি টিম অংশগ্রহণ করবে। সেখানে বিশ্বের নানা দেশের আলোকিত নন রেসিডেন্টস প্রবাসীদের ৩৯ তম ফোবানায় অংশগ্রহণ করতে আহবান জানানো হবে। পাশাপাশি এন বি আর বিজনেসম্যানদের স্পন্সরশীপের আহবান জানানো হবে বলে জানিয়েছেন হোষ্ট কমিটির মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া।
আটলান্টা ফোবানা সব সময় আকর্ষনীয় হয় উল্লেখ করে ৩৯ তম আটলান্টা ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল বলেন, নানা বৈচিত্র্যময় আয়োজন থাকবে ৩৯ তম ফোবানায়। ভেন্যু অসাধারন সবার পছন্দ হবে।
নাহিদুল খান সাহেল বলেন, ফোবানা আগের যে কোন সময়ের চেয়ে প্রবাসীদের নিকট আকর্ষনীয়, তাই আমরা অনেক নতুন নতুন বিষয় সংযোজন করবো। আমাদের ভেন্যুটা অসাধারন, আমরা ১৯ জানুয়ারী সবাইকে কীক অব পার্টিতে সব কিছু দেখাব। এরই মধ্যে আটলাটা ফোবানার একটি টিম ওরলান্ডোতে মতবিনিময় করে গেছেন।
ফোবানার কনভেনর মেম্বার সেক্রেটারি মাহবুব ভুইয়া বলেন, আটলান্টা ফোবানা হবে এ যাবতকালের সবগুলো ফোবানার মধ্য ইউনিক। আমাদের শহরে কোন বিভাজন নাই, আমাদের আঁটলান্টায় সবাই ঐক্যবদ্ধ। আমরা ভাল ফোবানা উপহার দিব।
২০২৫ সালের আটলান্টা ফোবানায় যারা আসবেন চমৎকার আবহাওয়া ও বৈচিত্র্যময় শহরটা উপভোগ করবেন। সব বিষয়ের পারদর্শীদের নিয়ে অসাধারন একটি কমিটি হবে।
২০২৫ আটলান্টা ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল (আটলান্টা), মেম্বার সেক্রেটারি মাহবুব ভুইয়া (আটলান্টা), ফোবানার নির্বাচন কমিশনার ও ৩৯ তম ফোবানার প্রেসিডেন্ট ডিউক খান (আটলান্টা), ৩৯ তম ফোবানার কো কনভেনর কাজী নাহিদ (আটলান্টা), ফোবানার সদস্য মহিউদ্দিন দুলাল (আটলান্টা), ফোবানার নির্বাহী সংসদের নব নির্বাচিত কোষাধ্যক্ষ ডক্টর প্রিয়লাল কর্মকার (ভার্জিনিয়া), ফোবানার নির্বাহী সদস্য নাহিদা নাসের ইয়াসমিন (টেক্সাস), ফোবানার নির্বাহী কমিটির নব নির্বাচিত সহ-সভাপতি এম রহমান জহির (মায়ামী), বাবুল হাই (ওরলান্ডো), আটলানন্টা ফোবানার মিডিয়া কমিটির চেয়ারম্যান সাংবাদিক- কলামিষ্ট জুয়েল সাদত প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২৩ ও ৩৪ নভেম্বর কিসিমিতে ২ দিনের এশিয়ান ফুড ফেয়ারে উপস্থিত ছিলেন, আমেরিকার নানা শহরে ফোবানার শুভাকাঙ্ক্ষিরা।
আটলান্টা ফোবানার প্রস্তুুতি নিয়ে নানা বৈঠক ও গন সংযোগ চলমান। আগামী ১৯ জানুয়ারী কীক অব পার্টিতে আটলান্টা ফোবানার বিস্তারিত জানানো হবে।
৩৯ তম ফোবানার হোস্ট বাংলাধারার মাহবুব ভুইয়া জানান, আমাদের প্যাকেজে কিছু পরিবর্তন ও সংযোজন ঘটছে। আমাদের ওয়েব সাইট এই মাসে চালু হবে। ফোবানার সদস্যরা যদি প্যাকেজ কিনে ও অন্যদের প্যাকেজ কিনতে অনুরোধ করেন তাহলে আমরা উপকৃত হব। আমাদের অনুরোধ থাকবে সবাই কীক অফ পার্টিতে আসবেন। আর যারা স্পন্সর এ আগ্রহী তারা আগে যোগাযোগ করলে আপনারা ভাল সুবিধা পাবেন।
ফোবানার চেয়ারম্যান মাসুদ রব চৌধুরীর নেতৃত্বে ফেবানার নির্বাহী সংসদের এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর, সহ-সভাপতি এম রহমান জহির, জয়েন্ট সেক্রেটারি খালেদ উর রউফ ও ট্রেজারার ডক্টর প্রিয় লাল কর্মকার আটলান্টায় অনুষ্ঠিত ৩৯ তম ফোবানা সফলতায় নিরলসভাবে কাজ করছেন।
What's Your Reaction?






