মোহনগঞ্জ পৌরসভার অধিকাংশ রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে পৌরবাসী

Dec 19, 2024 - 01:09
 0  4
মোহনগঞ্জ পৌরসভার অধিকাংশ রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে পৌরবাসী
ছবি : সংগৃহীত

সোহেল মিয়া, নেত্রকোনা

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের অধিকাংশ রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে। পুরো রাস্তায় বড় বড় গর্তসহ অসংখ্য খানা-খন্দকে সৃষ্টি হয়েছে। এসব সড়কে প্রতিনিয়ত ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে এসব রাস্তা চলাচলের অনুপযোগী হলেও কর্তৃপক্ষের টনক নড়ছে না।

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত মোহনগঞ্জ পৌরসভাটি বেশ কয়েক বছর আগেই প্রথম শ্রেণির মর্যাদা লাভ করেছে। আয়-বরাদ্দ সবকিছু ঠিকঠাক থাকলেও নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে রাস্তাঘাটসহ অবকাঠামোগত তেমন উন্নয়ন হয়নি। যেসব রাস্তাঘাট পাকা হয়েছে সেগুলো অনিয়মের কারণে বেশিদিন স্থায়ী হয়নি। ফলে ভাঙাচোরা রাস্তায় ময়লা কাদা মাড়িয়ে চলতে হচ্ছে পৌরবাসীকে।

শিক্ষার্থীদের স্কুলে যাতায়ত, রোগীদের নিয়ে হাসপাতালে যাতায়ত, যান চলাচল, দৈনন্দিন কাজকর্ম করতে হচ্ছে এসব ভাঙাচোরা রাস্তা দিয়ে। শহরের বেশ কয়েকটি রাস্তায় সারা বছরই হাঁটু পানি লেগে থাকে। এসব রাস্তায় চলাফেরা একেবারেই কঠিন। বৃষ্টি হলে কোমর পানি জমে থাকে রাস্তায়। রাস্তার উন্নয়ন না হওয়ায় ক্ষুব্ধ পৌরবাসী।

প্রথম শ্রেণির পৌরসভায় বসবাস করেও রাস্তা ঘাটের অবস্থা গ্রামের চেয়েও খারাপ বলে ক্ষোভ স্থানীয়দের। তারা জানান, সারা বছর ড্রেনের পঁচা দুর্গন্ধযুক্ত পানি রাস্তায় জমে থাকে, এসব নোংরা পানি দিয়েই বছরের পর বছর তাদের হাঁটতে হয়। রাস্তাগুলো সংস্কারের কোন উদ্যোগ নেই।

দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তাগুলো সংস্কারের দাবি পৌরবাসীর।

মানুষ দুর্ভোগ পোহাচ্ছে বিষয়টি স্বীকার করে ভাঙ্গা রাস্তাগুলো দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow