ঝালকাঠিতে নারী মাছ ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা, টাকা ও স্বার্নলংকার লুট

Dec 19, 2024 - 19:56
 0  5
ঝালকাঠিতে নারী মাছ ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা, টাকা ও স্বার্নলংকার লুট
ছবি : যমুনা টাইমস

ছাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি

ঝালকাঠির কাঠালিয়া বাসস্ট্যান্ডে মোছাঃ তাসলিমা বেগম তাজু (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীকে
শ্বাসরোধে হত্যা করে টাকা ও স্বর্নলংকার লুট করেছে দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কাঠালিয়া বাসস্ট্যান্ডের ভাড়াটিয়া বাসা থেকে কাঠালিয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে পোষ্ট মর্ডামের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।

তাসলিমা বেগম কাঠালিয়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় নদী ও খাল বিলের বিভিন্ন প্রজাতির তাজা মাছ বিক্রি করতেন। বাসস্ট্যান্ডে হালিমা কম্পিউটার সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। দূর্ঘটনার দিন বাসায় ছেলে মেয়েরা অন্যত্র ছিলেন। তাসলিমা বেগম একাই বাসায় ছিলেন।

পুলিশ ও প্রতিবেশিদের ধারনা কেউ বাসায় ডুকে শ্বাসরোধ করে হত্যা করে এবং টাকা ও স্বার্নঅলংকার নিয়ে পালিয়ে যান। তবে কত টাকা বা কি পরিমান স্বার্নঅলংকার ছিলো তা পরিবারে কেউ বলতে পারেনি।

ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেন।

কাঠালিয়া থানা অফিসার ইনর্চাজ মংচেনলা জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow