পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নে বিএনপির কমিটি গঠন
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির সফল ভাবে কমিটির নাম প্রস্তাব অনুষ্ঠিত হয়েছে।
বানেশ্বর ইউনিয়ন পরিষদের সদস্য আলম মেম্বারের সঞ্চালনায় এবং বানেশ্বর ইউনিয়ন আহবায়ক হযরত আলী সরকারে সভপতিত্বে বৃহস্প্রতিবার বিকাল ৪ টার দিকে ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজ মাঠে দিগলকান্দি, বানেশ্বর ও খুটিপাড়া, এই ৩ ওয়ার্ডের কমিটি গঠনের জন্য নাম প্রস্তাব অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রার্থীরা তাদের সর্মথিত নেতা-কর্মীরা নিয়ে র্যালী করতে করতে সম্মেলন স্থলে উপস্থিত হয়।
এ সময় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিন পদের জন্য প্রার্থীদের নাম প্রস্তাব করেন। এই কমিটির নাম প্রস্তাবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বানেশ্বর আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুল মজিদ, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর বনিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি, উপজেলা বিএনপিরের আহবায়ক কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রাকিব, শাহাজামাল সাবু, জেলা বিএনপির সেচ্ছাসেবক দলের সহসভাপতি রুপস সরকার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, বানেশ্বর কলেজের সাবেক ভিপি রায়হান হোসেন, খালেদা জিয়া মুক্তি পরিষদের সদস্য সচিব বাবুল আক্তার বাবু, জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মাস্টার, রফিক হাজী, বিএনপি নেতা ও সাবেক মেম্বার আব্দুল আজিজসহ বানেশ্বর ইউনিয়ন বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন।
নাম প্রস্তাব শেষে এই কমিটির ফলাফল আগামী দিন জানানো হবে বলে জানান। এবং শেষে উপস্থিত সকল নেতার্কমীদরে নিয়ে একটি বিশাল মিছিল বের করেন।
What's Your Reaction?