ঝালকাঠিতে চাচাতো ভাইকে পিটিয়ে মারার অভিযোগ চাচাতো ভাইের বিরুদ্ধে

May 21, 2025 - 14:57
 0  2
ঝালকাঠিতে চাচাতো ভাইকে পিটিয়ে মারার অভিযোগ চাচাতো ভাইের বিরুদ্ধে
ফাইল ছবি

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাই সার্ভেয়ারকে পিটিয়ে মারার অভিযোগ পাওয়া গেছে চাচাতো ভাইের বিরুদ্ধ। সোমবার দুপুরে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সমির মল্লিকের স্ত্রী রুমা বেগম বলেন, তার স্বামী সমির মল্লিকের সাথে তার চাচাতো বাবুল মল্লিকের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বাবুল মল্লিক সোমবার বিরোধীয় জমিতে চলাচলের পথ আটকিয়ে বেড়া দিতে গেলে সমির মল্লিক বাধা দিলে তাকে পিটিয়ে ফেলে রেখে যায়। এদে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: মো সানি বলেন সমির মল্লিককে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতের ঘোষনা দেন।

ঝালকাঠি সদর থান ওসি মেহেদি হাসান বলেন, নিহতের স্বজনেরা তাকে হাসপাতালে এনেছে। ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষনা দিয়েছেন। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow