ঝালকাঠিতে ২১ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

Mar 23, 2025 - 23:50
 0  12
ঝালকাঠিতে ২১ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ
ছবি : সংগৃহীত

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে অভিযান চালিয়ে ২১ লাখ টাকা মূল্যের চালানবিহীন অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

রোববার (২৩ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে ঝালকাঠি পৌর শহরের বরিশাল-পিরোজপুর মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করেন ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে ক্রয়ের চালান ব্যবহার না করেই একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কমদামী সিগারেট বিক্রয় করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের একটি চৌকস টিম ঝালকাঠি শহরের বরিশাল-পিরোজপুর মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে।

এ সময় তিন লাখ পঞ্চাশ হাজার শলাকা কিংস ব্রান্ডের দেশি সিগারেট জব্দ করা হয়েছে। ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী বলেন, দৈনিক বিপুল পরিমাণ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধ ভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল।

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ সিগারেট জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ বিড়ি সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। সুতরাং নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow