আবারও পেছাল ১২তম আসর বিপিএল নিলামের তারিখ
আগামী ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। পাঁচ দলের আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল খেলোয়াড়দের নিলাম। তবে সেটি পিছিয়ে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম দুই আসরে নিলামের মাধ্যমে খেলোয়াড় বাছাই হয়েছিল। তবে ২০১৫ সালের আসর থেকে চালু হয় প্লেয়ার ড্রাফট পদ্ধতি। প্রায় এক যুগ ও ৯ আসর পর আবার নিলাম পদ্ধতিতে ফিরছে দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি।
দেশি ও বিদেশি ক্রিকেটারদের ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে নিলামের সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল। স্থানীয় ক্রিকেটারদের জন্য ঠিক করা হয়েছে ৬টি ক্যাটাগরি৷ এছাড়া প্রতিটি দল নিলামের আগে সরাসরি চুক্তিতে সর্বোচ্চ দুজন বাংলাদেশি খেলোয়াড় দলে নিতে পারবে।
এবারের আসরে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। এরপর ক্রমানুসারে ‘বি’ ৩৫ লাখ, ‘সি’ ২২ লাখ, ‘ডি’ ১৮ লাখ, ‘ই’ ১৪ লাখ ও ‘এফ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১১ লাখ টাকা। অর্থাৎ এই টাকা থেকে শুরু হবে নির্দিষ্ট ক্যাটাগরির ক্রিকেটারদের নিলাম।
২৩ তারিখের নিলাম থেকে প্রতিটি দলকে ন্যুনতম ১১ জন ক্রিকেটার কিনতে হবে। দেশি ক্রিকেটারের এই কোটা পূরণের জন্য দলগুলো খরচ করতে পারবে সর্বোচ্চ সাড়ে ৪ কোটি টাকা। তবে এই অর্থের বাইরেই সরাসরি চুক্তি করা ক্রিকেটারদের কিনতে পারবে দলগুলো।
এছাড়া ক্যাটাগরি ভিত্তিকও নির্দিষ্ট সংখ্যা বেধে দেওয়া হয়েছে। ‘এ’ ক্যাটাগরি থেকে অন্তত ১ জন, ‘বি’ থেকে ২ জন, ‘সি’ থেকে ৩ জন, ‘ডি’ থেকে ৩ জন ও ‘ই’ থেকে ন্যুনতম ২ জন ক্রিকেটার দলে নিতে হবে।
বিদেশি ক্রিকেটারদের জন্য করা হয়েছে ৫টি ক্যাটাগরি। ‘এ’ ক্যাটাগরিতে ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার। এছাড়া ‘বি’ ৩০ হাজার, ‘সি’ ২৫ হাজার, ‘ডি’ ২০ হাজার ও ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার। বিসিবি ও বিপিএলের অনুমোদন সাপেক্ষে যত খুশি বিদেশি ক্রিকেটার দলে নিবন্ধন করা যাবে।
তবে নিলাম থেকে অন্তত ২ জন বিদেশি ক্রিকেটার নিতেই হবে প্রতিটি দলের। আর নিলামের আগে সর্বোচ্চ ২ জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করা যাবে। নিলামের আগে বা পরে সরাসরি চুক্তি করা ২ ক্রিকেটারসহ বিদেশিদের জন্য সর্বোচ্চ সাড়ে ৩ লাখ ডলার খরচ করতে পারবে দলগুলো। প্রতি ম্যাচে অন্তত ২ জন ও সর্বোচ্চ ৪ জন খেলোয়াড় মাঠে নামানো যাবে।
What's Your Reaction?

