সেনাবাহিনীর পোশাক পরে নারী কণ্ঠে প্রতারণা, র্যাবের হাতে ধরা
রংপুর প্রতিনিধি
সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর পোশাক পরে নারী কণ্ঠ নকল করে অনলাইনে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন রংপুরের পীরগাছার অভিরাম এলাকার নাজমুল হাসান জিম। অবশেষে র্যাব-১৩ হাতে গ্রেপ্তার হলেন তিনি। পাওয়া গেছে নকল এনআইডি ও মেকাপ সরঞ্জাম। উদ্ধার করা হয়েছে মেয়েদের চুল।
বুধবার সন্ধায় এক ব্রিফিংয়ে র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এসব তথ্য জানান। এর আগে পীরগাছার অবিরাম এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। নাজমুল ওই এলাকার সাজ্জাদ হোসেনের পুত্র।
নাজমূলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনীসহ বিভিন্ন বাহিনীর ইউনিফর্ম, কম্ব্যাট ড্রেস, গেঞ্জি, ফিল্ডক্যাপ, টাওয়াল, ট্রাউজার ও নেমপ্লেট।
র্যাব জানায়, নাজমুল নিজেক বিভিন্ন বাহিনীর পরিচয় দিয়ে অনলাইনে জমি বিক্রিসহ বিভিন্নভাবে লাখ লাখ টাকার প্রতারণা করতেন। এ কাজে তিনি কণ্ঠ নকল করে মাথায় নকল চুল ব্যবহার এবং মেকআপ করে কখনও নিজেকে নারী হিসেবে পরিচয় দিতেন। কণ্ঠ নকল করে কথাও বলেতেন। সখ্যতা গড়ে তুলতেন। পরে ব্ল্যাকমেইলিং করে টাকা হাতিয়ে নিতেন।
সম্প্রতি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার কুমুদী ইউনিয়নের সাওয়াল দিয়া কারার বাড়ি এলাকার মৃত যীম উদ্দীনের ছেলে রফিকুল ইসলামের কাছে রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার বিক্রি বাবদ ২৭ লাখ ২৬ হাজার টাকা হাতিয়ে নেন। পরে তিনি প্রতারণা বুঝতে পারলে মামলা করেন। ওই মামলায় ছায়া তদন্তে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে র্যাব-১৩ গ্রেপ্তার করে।
তাকে পীরগাছা থানায় হস্তান্তর করেছে র্যাব। র্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র এই কাজে জড়িত। যে চক্রের লিড দিতো নাজমুল।
What's Your Reaction?

