পাকিস্তানে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৭

Nov 21, 2025 - 22:13
 0  2
পাকিস্তানে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৭
ছবি : সংগৃহীত

পাকিস্তানে একটি কারখানায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ভোরে হওয়া এই বিস্ফোরণে কারখানা ও আশপাশের বাড়ির ছাদ ধসে পড়ে বহু মানুষ চাপা পড়েন। দেশটির পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের মালিকপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে শুক্রবার (২১ নভেম্বর) জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, বিস্ফোরণের পর শুরুতে রেসকিউ ১১২২-এর প্রাথমিক বিবৃতিতে জানানো হয়েছিল— ভোরে একটি কারখানার বয়লার বিস্ফোরণের পর ভবনটি এবং আশপাশের কাঠামো ধসে পড়ে। তবে পরে উদ্ধারকারী সংস্থা জানায়, ঘটনাটি বয়লার বিস্ফোরণ নয়, গ্যাস লিকেজের কারণে হয়েছে।

ফয়সালাবাদ কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ারের দপ্তর থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়। কমিশনার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, কারখানাটিতে কোনো বয়লারই ছিল না। মালিকপুর এলাকায় চারটি কারখানা ছিল। এর মধ্যে একটি কারখানায় গ্যাস লিকেজ থেকে আগুন ধরে গেলে তা দ্রুত অন্য কারখানাগুলোতেও ছড়িয়ে পড়ে।

এতে আশপাশের সাতটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। রেসকিউ ১১২২ জানায়, বিস্ফোরণের ধাক্কায় কারখানার ছাদসহ আশপাশের বাড়িগুলোর ছাদও ধসে পড়ে। কমিশনার দপ্তরের বিবৃতি অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে মোট ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ গভীর শোক প্রকাশ করেছেন বলে তার দপ্তর জানিয়েছে। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি ফয়সালাবাদ কমিশনারের কাছ থেকে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow