হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর সীমান্তে ফিলিপের দুই সহযোগী আটক
শেরপুর প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় শেরপুর সীমান্ত থেকে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- ফিলিপের মামাশ্বশুর বেঞ্জামিন চিরান (৪৫) ও তার ঘনিষ্ঠ বন্ধু সীশল (২৮)।
এর আগে ফিলিপের স্ত্রী ডেলটা চিড়ান, শ্বশুর ইয়ারসন রংডি এবং আরেক সহযোগী লুইস লেংমিঞ্জাকে আটক করে পুলিশের সোপর্দ করে বিজিবি।
বিজিবি জানায়, হাদির ওপর গুলিবর্ষণে জড়িতরা ময়মনসিংহের হালুয়াঘাট বা শেরপুর সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছেন কি না তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। যদি তারা সীমান্ত পার হয়ে থাকেন, তাহলে ফিলিপ এবং তার সহযোগীরা বলতে পারবেন। তাই ফিলিপকে আটক করা গেলে পুরো বিষয় নিশ্চিত হওয়া যাবে।
What's Your Reaction?

