ধানের শীষের প্রার্থী স্বামী, একই আসনে স্ত্রীর মনোনয়নপত্র দাখিল

Dec 30, 2025 - 17:05
 0  3
ধানের শীষের প্রার্থী স্বামী, একই আসনে স্ত্রীর মনোনয়নপত্র দাখিল
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে এক ব্যতিক্রমী ও কৌতূহল উদ্দীপক লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারই স্ত্রী ও জেলা মহিলা দলের সভানেত্রী রওশন আরা।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে এই ঘটনা ঘটে। স্বামী ও স্ত্রীর এমন মুখোমুখি অবস্থান এখন গোটা জেলায় টক অব দ্য টাউন-এ পরিণত হয়েছে।

বিকেলে সহকারী রিটার্নিং অফিসার জহিরুল আলমের কাছে এস এম জিলানী দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এর কিছুক্ষণ পরেই তার স্ত্রী রওশন আরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি জানাজানি হওয়ার পর নির্বাচনী এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সাধারণ মানুষের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হলেও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে এটিকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন।

স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে রওশন আরা বলেন, ‘তিনি (এস এম জিলানী) দলের প্রার্থী, আর আমি স্বতন্ত্র। প্রার্থী হওয়ার অধিকার সবারই আছে। শেষ পর্যন্ত লড়াই করব কি না, তা সময়ই বলে দেবে। তবে পরিস্থিতি তেমন হলে আমি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করব।’

এ বিষয়ে এস এম জিলানীর সরাসরি বক্তব্য পাওয়া না গেলেও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান তার বরাত দিয়ে বলেন, ‘প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার আছে। তিনি জিলানীর স্ত্রী হলেও ব্যক্তিগত বা কৌশলগত কোনও কারণে মনোনয়ন জমা দিয়ে থাকতে পারেন। তবে প্রত্যাহার সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যদি তিনি মনোনয়ন প্রত্যাহার না করেন, তবে দলের পক্ষ থেকে সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হতে পারে।’

প্রসঙ্গত, গোপালগঞ্জ-০৩ আসনটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন। দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ভোটারদের মাঝে এটি এক নতুন মাত্রা যোগ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow