সমুদ্রে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড

Aug 19, 2025 - 23:24
 0  3
সমুদ্রে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড
ছবি : সংগৃহীত

জসিম উদ্দিন, মোংলা

ফিশিং বোটের শ্যাফট বিকল হয়ে ৩ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৪ আগস্ট "এফবি মায়ের দোয়া" নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে ৩ দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে, রবিবার সকল ১০ টায় উক্ত বোটের একজন জেলে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ ফোন করে বিষয়টি অবগত করে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা কর্তৃক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। স্বল্প সময়ের মধ্যে মোংলা বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন ৫ বয়া এলাকা থেকে ৮ জন জেলেসহ ফিশিং বোটটিকে উদ্ধার করে কোস্টগার্ডের উদ্ধারকারী দল।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow