আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে ৩ ছিনতাইকারী আটক

Aug 19, 2025 - 23:28
 0  2
আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে ৩ ছিনতাইকারী আটক
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের নগদ পাঁচ হাজার টাকা, গাঁজাসহ ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কিছু আলামত জব্দ করা হয়। পরে তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান।

এর আগে, আজ ভোর রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকাগামী লেনের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বালাপাড়া এলাকার সাজু সরকারের ছেলে সোহেল রানা (৩১), ঢাকা জেলার ধামরাই থানার বৈন্যা এলাকার মৃত ইয়াছিন মাস্টারের ছেলে মিজানুর রহমান (৫২) ও নরসিংদী জেলার বেলাব থানার চর উজিলাব এলাকার মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. কাওসার (২৯)।

যৌথবাহিনী জানায়, ভোররাতে জামগড়া সেনা ক্যাম্পের একটি নিয়মিত টহল দল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ-বাইপাইল এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এসময় ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের নগদ পাঁচ হাজার টাকা, নেশাদ্রব্য গাঁজাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, সকালে ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow